নীলফামারীর সৈয়দপুরে গ্লোবাল ইয়ুথ এডুকেটর ফাউন্ডেশনের উদ্যোগে বই বিতরণ করা হয়েছে।১৭ ডিসেম্বর শহরের সরকার পাড়া নিয়ামতপুর কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে ওই বই বিতরণ করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলবর হোসেন ও নবদিগন্ত সংঘের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সরকার প্রধান ও বিশেষ অতিথি হয়ে উপস্থিত থেকে ওই বই মেধাবীদের হাতে তুলে দেন। এ সময় একাদশ শ্রেণির দুইজন মেধাবী শিক্ষার্থীকে তাদের প্রয়োজনীয় একাডেমিক বই প্রদান করা হয়। বই প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোহাম্মদ মেহেদী হাসান, একাদশ শ্রেণি। তার বাসা শহরের কাজী পাড়ায়। অপরজন শহরের গোলাহাট এলাকার মোছা: মনীষা, শ্রেণি: একাদশ।
অফিস কক্ষে অনুষ্ঠিত বই বিতরণি সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ আব্দুল মুয়িয। সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুহাম্মদ আব্দুল মুয়িয বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি আরও জানান,শিক্ষা হোক সবার অধিকার এই মূলমন্ত্রকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।