রাজশাহীর তানোরে নলকুপের পরিত্যক্ত বোরিং এর কুপে পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি তার পর্ািরের সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন।
রোববার সকালে তিনি সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুরে দেন। অনুদানের টাকা হাতে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা রাকিব হোসেন এবং মা। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, পাচন্দর ইউপি জামায়াতের আমীর জুয়েল রানা প্রমুখ। এসময় জামায়াতের বিবিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থক ও গ্রামের বিপুর সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার ১০ই ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সাথে হাটতে গিয়ে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল পূর্বপাড়া গ্রামের নলকুপের পরিত্যক্ত বোরিং এর গর্তে পড়ে যায়। ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিন দিয়ে মাটি খুড়ে ৫২ ফিট মাটির নিচ থেকে সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি দেশ ও বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।