পাবনা- ৩ (চাটমোহর -ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত রবিবার বিকেলে প্রথম মনোনয়নপত্র জমা দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। সোমবার দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী,কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফর তুহিন। এরপর জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর নাদিম মুস্তাফা ডাবলু ও গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ চাটমোহরে মনোনয়নপত্র জমা দেন। গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পাবনা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল খালেক। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আছগার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের মনোনয়নপত্র জমা দিয়েছেন।