নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মিলে এ আসন। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হল এটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। সাথে ভোটারদের মধ্যেও বিরাজ করছে নির্বাচনি হাওয়া। এখন পর্যন্ত এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এমন তথ্য মেলেছে নির্বাচন অফিস সূত্রে।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থী সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। তিনি ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সাংসদ মরহুম আমজাদ হোসেন সরকারের পুত্র মোহাম্মদ রিয়াদ আরফান সরকার রানা,সাবেক সাংসদ মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক, ব্যবসায়ি মোঃ ইরফান আলম,সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ, মোঃ শাহরিয়ার ফেরদৌস।
নির্বাচন অফিস সূত্র জানায়,আগামী দিনে মনোনয়নপত্র দাখিল,যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ভোটের মাঠে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে।
তবে এখনো জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়নি।