নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল

রংপুর রাইডার্স’ এবার চ্যাম্পিয়নের আশা করতে পারে: ক্রিকেটার আশরাফুল

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ এএম
রংপুর রাইডার্স’ এবার চ্যাম্পিয়নের আশা করতে পারে: ক্রিকেটার আশরাফুল

নড়াইলে ‘ইজি ফ্যাশন’ শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেটদলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।

এ সময় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এটি বাংলাদেশের এক নাম্বার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমি ‘রংপুর রাইডার্স’ এর সহকারী  কোচ হিসেবে আছি। বিপিএলে ২০১৭ সালে ‘রংপুর রাইডার্স’ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর নয় বছর ধরে ‘রংপুর রাইডার্স’ চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার দলে ভালো খেলোয়াড় নেয়া হয়েছে। সবাই আমাদের পছন্দের খেলোয়াড়। এবার আমাদের ‘রংপুর রাইডার্স’ দলে এবার মোস্তাফিজ, সোহান, লিটন, তৌহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল, নাঈম, বিদ্যুৎ জয়, ইফতিসহ সব লোকাল খেলোয়াড় ভালো। বিদেশি খেলোয়াড়রা অনেক ভালো। বেস্ট খেলাটা খেলতে পারলে এবার হয়ত আমরা চ্যাম্পিয়নের আশা করতে পারি। অন্যরা ভালো করার চেষ্টা করবে।

পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আরো বলেন, পোশাকের গুণগত মান বজায় রাখার কারণে ইজি ফ্যাশন অল্পদিনের মধ্যে সাফল্য অর্জন করেছে। ইজি ফ্যাশনের স্বত্ত্বাধিকারীরা ক্রিকেট অনুরাগী হওয়ায় আমি তাদের ডাকে সবসময় এগিয়ে আসি। আসন্ন বিপিএল ক্রিকেট খেলায় প্রতিষ্ঠানটি ‘রংপুর রাইডার্স’ দলকে স্পন্সর করেছে। এটি একটি ইতিবাচক দিক।

এ সময় উপস্থিত ছিলেন-ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেনসহ বিভিন্ন পেশার মানুষ। উদ্বোধনী দিনে শোরুমে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে