তারাগঞ্জে ক্যানেলের পাশে কৃষকের গলা কাটা লাশ

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) :
| আপডেট: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
তারাগঞ্জে ক্যানেলের পাশে কৃষকের গলা কাটা লাশ

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিংমারি ডালিয়া ক্যানেল সংলগ্ন এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাবেদ আলী (৫০)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর  ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ কাসেম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আলমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সিংমারি বিল ডালিয়া ক্যানেলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে