চিরিরবন্দরে সানলাইট স্কুলে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সানলাইট স্কুলের আয়োজনে ও এসআরএস ফাউন্ডেশন কতৃক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান সরকার।
এসময় প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিটি কাজ যেমন আগুনের খন্ডন। প্রতিটি কয়লা আগুনের খন্ডন। ঠিক তেমনি তরুণ প্রজন্ম হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ। আমাদের তরুণ প্রজন্মকে আগুনের মতো করে জ্বালাতে হবে। এ আগুন জ্বালাতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদেরই এ আগুন জ্বালাতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকরা দিয়াশলাই মারবে এই আগুনকে জ্বালানোর জন্য। শিক্ষকেরা যেদিকে আমাদের আগুন জ্বালাবে, সেদিকেই শিক্ষার্থীদের যেতে হবে। তাহলে আমরা আগুনে পোড়ানো সোনার মতো চকচকে হয়ে যেতে পারবো।শিক্ষকরা যদি আগুন জ্বালােেত পারে তাহলে আমাদের এই তরুণ কচি-কাঁচারা আগুনের স্ফুলিঙ্গ হয় তাহলেই স্বার্থক হবে এ সমাজ। অপরদিকে, শিক্ষকরা যদি মেরুদন্ড ভাঙ্গা হয় তাহলে কেমন করে আগুন জ্বালাবে। কাজেই আমাদের শিক্ষকদের প্রতিও স্কুল কমিটির দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে সানলাইট স্কুল ও এসআরএস ফাউন্ডেনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর মান্নান শাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী, রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন নান্নু, ডা. শাহ মো. জহুরুল হক, সানলাইট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ওএসএম মোখলেসুর রহমান রঞ্জু, দাতা সদস্য ও স্কুলের সহসভাপতি প্রফেসর মো. আমিনুল হক শাহ, অভিভাবক অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন দুলাল, মো. জামাল উদ্দিন, মো. আব্দুল্যাহ, সিনিয়র শিক্ষক মোছা. আফরুজা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সানলাইট স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এসআরএস ফাউন্ডেনের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এবিএম সামসুল বারী।
সভা শেষে অতিথিবৃন্দ ফাউন্ডেনের বৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ প্রদান, গর্বিত পিতাদের সংবর্ধনা প্রদান, বার্ষিক পরীক্ষার ফলাফল, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।