কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে অবস্থিত ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় ল্যাপটপ নিয়ে আসার শর্তে আয়া পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করার বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাকরি প্রত্যাশীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি পরীক্ষা গ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করেছে মাদরাসার অধ্যক্ষ। নিয়োগ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ সঙ্গে নিয়ে আসতে নির্দেশ দেয়া হয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এ ধরনের শর্ত অস্বাভাবিক হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, সম্প্রতি মাদ্রাসাটিতে আয়া পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার আগে প্রার্থীদের জানানো হয়-পরীক্ষায় অংশ নিতে হলে প্রত্যেককে ল্যাপটপ সঙ্গে আনতে হবে। বিষয়টি এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
আয়া পদে আবেদনকারী শিফালী বেগমের স্বামী মাইদুল ইসলামসহ একাধিক প্রার্থী বলেন, আয়া পদের পরীক্ষায় ল্যাপটপ আনার নির্দেশে আমরা বিস্মিত। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের অস্বাভাবিক শর্ত সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এলাকাবাসীরা দ্রুত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারসহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন নৈশপ্রহরী পদে আবেদনকারী আনিসুর রহমান আনাস এবং অফিস সহায়ক পদে আবেদনকারী সবুজ রানা। তারা অভিযোগ করেন, যে পদের জন্য আবেদন করা হয়েছিল, সেই পদের প্রবেশপত্র না দিয়ে ভিন্ন পদের প্রবেশপত্র ইস্যু করা হয়েছে, যা বড় ধরনের জালিয়াতির শামিল। এছাড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের যোগসাজশে একাধিক প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আর্থিক লেনদেন করা হয়েছে বলেও তারা দাবি করেন।
আরেক আবেদনকারী সোহাগ হোসেন বলেন, আমি আবেদনপত্রে আমার পূর্ণ নাম, সোহাগ হোসেন, উল্লেখ করলেও প্রবেশপত্রে শুধু, হোসেন, লেখা হয়েছে। এটি আমার সঙ্গে প্রতারণার শামিল। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম বলেন, এধরনের নির্দেশ কেউ দিয়ে থাকলে এটি অপরাধ। কারণ আয়া পদে কোন কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই। ল্যাপটপ ছাড়াই পরীক্ষায় অংশগ্রহন করবে প্রাথী।
এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল জব্বার জানান, নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষ অবগত করেনি। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।