সেনবাগে জীবন ও সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৮ পিএম
সেনবাগে জীবন ও সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন

নোয়াখালীর সেনবাগে পারিবারিক সম্পত্তি রক্ষায় সংবাদ সম্মেলন করেছে একটি ব্যবসায়ী প্রবাসী ভুক্তবোগী পরিবার। শুক্রবার বাদ জুম্মা সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউপির আজিজপুর গ্রমস্থ লুতু মিয়ার বাড়িতে ওই সংবাদ সম্মেলটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ,চৌমুহনী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মিল্লাতুর রহমান মিরন তিনি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বলেন, কিছুদিন আগে পৈত্রিক পারিবারিক সম্পত্তি বন্টনের কথাবার্তা হয় । ওই সময় সিন্ধান্ত হয় প্রবাসে আমেরিকায় থাকা আমার ভাই মিজানুর রহমান  ও বোন দেশে এলে আমাদের ওয়ারিশান সকল সম্পতি বন্টন করে দেওয়া হবে। এ কথা বলে আমার নিকট থেকে স্বাক্ষর নেওয়া হয়। এরপর দেখি আমাদের পৈত্রিক বাড়ি সংলগ্ন দক্ষিন পাশ্বে মূল্যবান একখন্ড জমিনে সফি উল্লাহ সেলিম, মাইন উদ্দিন, এমরান হোসেন, ফিরোজ, হাসান ও কবির নামের কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি বেশ কিছু শ্রমিকের চদ্মবেশে সস্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পৈত্র্কি সম্পত্তি দখল করে মাটি ভরাট সহ বিভিন্ন সংস্কার কাজ করছে। আমাদের পৈত্রিক সম্পত্তিতে কি কারণে মাটি ভরাট ও সংস্কার কাজ করছে এবিষয়ে তাদেরকে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের দিয়ে জিজ্ঞাসা করলে তারা সম্পত্তি টি আমার আপন বোন দের নিকট থেকে ক্রয় করেছে বলে জানান। এছাড়াও মিরন তাদের নিকট গিয়ে বন্টন ছাড়া সম্পত্তিটি ক্রয় করা তাদের বৈধ হয়নি বলে জানালে তারা তাঁেক প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন হুমকি দমকি দেন। সংবাদ সম্মেলনে মিল্লাতুর রহমান মিরন দাবী বলেন,সকল পক্ষ উপস্থিত থেকে সই-স্বাক্ষর করে বন্টন না করে একক ভাবে মূল্যবান সম্পত্তি বিক্রয় করা বৈধ নয়। তার প্রাণ রক্ষা ও কাজটি বন্ধ করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।