শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব তিন দশক পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে উৎসবমুখর রূপ নিয়েছে পুরো ক্যাম্পাস। প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আগামী শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান। প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, “দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ পেরিয়ে আমাদের এই সংগঠন তিন দশকে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসক্লাবের সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার এবং বিভিন্ন অসংগতির বিরুদ্ধে অনবদ্য ভূমিকা রেখে আসছেন।” তিনি আরও জানান, প্রেসক্লাবের সাবেক সদস্যরা বর্তমানে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ গুরুত্বপূর্ণ পেশায় দায়িত্ব পালন করছেন, যা সংগঠনের দীর্ঘদিনের সুনাম ও পেশাদারিত্বকে আরও সুসংহত করেছে। তাঁদের সঙ্গে বর্তমান সদস্যদের মিলনমেলাকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে এই তিন দশক পূর্তি উৎসব। আয়োজক কমিটির সদস্যরা জানান, পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন আড্ডা-আলোচনার আয়োজন থাকবে। এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রশাসনিক ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাস সাংবাদিকতায় দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিন দশকের পথচলায় সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম, অর্জন ও অগ্রযাত্রাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছে সংবাদমাধ্যমে। এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে-মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, আমিন মোহাম্মদ গ্রুপ, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস ও সিলেট সিটি কর্পোরেশন। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ। স্পেশাল পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইনস ও বেলাভূমি রিসোর্ট। প্রিন্টিং পার্টনার হিসেবে রয়্যাল এড কাজ করছে। তিন দশক পূর্তি উদযাপনকে কেন্দ্র করে শাবিপ্রবিতে ইতোমধ্যে চলেছে সাজসজ্জার কাজ। আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও রঙিন সজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।