নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম রবিবার সকালে গণসংযোগ করেছেন। জানা যায়, মোঃ মনিরুল ইসলাম লোহাগড়া বাজারে দলীয় নেতাকর্মী, সমর্থকদের নিয়ে প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তার সমর্থকরা কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুপুরে মোঃ মনিরুল ইসলাম জয়পুর শ্বশানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও বিকালে তিনি দিঘলিয়া ইউনিয়নের মাটিয়াডাঙ্গায় একটি সভায় অংশ নেন। নড়াইলের উন্নয়নে তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য, নড়াইল জেলা, উপজেলা ও পৌর এবং লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ গণসংযোগকালে সাথে ছিলেন।