স্থান পেয়েছে শতাধিক স্থিরচিত্র

খুলনায় খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ পিএম
খুলনায় খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর দু'দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর আজ মংগলবার থেকে খুলনার শহীদ হাদিস পার্কে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা এ প্রদর্শনীর আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও, পার্কের মুক্তমঞ্চে তাঁর জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামান্যচিত্র) দেখানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনার শহীদ হাদিস পার্কে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীতে মূখ্য আলোচক ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সম্পাদক রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফ রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। প্রদর্শনী আগামীকাল বুধবার শেষ হবে।

আপনার জেলার সংবাদ পড়তে