রংপুরের পীরগঞ্জে ব্যাটারী চালিত ভ্যান রিক্সার পৌর টোল আদায় বন্ধের দাবিতে রংপুর-ঢাকা ুমহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালকরা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে কয়েক’শ অটো চালক তাদের ব্যাটারী চালিত ভ্যান রিক্সা নিয়ে পৌর টোল আদায় বন্ধের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এরপর দুপুর ১২ টার দিকে জামতলা নামক স্থানে একত্রিত হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দু’দিকে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানালে ভ্যানরিক্সার চালকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত)সাইফুল ইসলাম অকুস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খাদিজা বেগমের পক্ষে টোল আদায় বন্ধের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এর আগে জামতলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়ে বিক্ষুব্ধ অটো চালকদের শান্ত করার চেষ্টা করেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক তৈয়বুর রহমান উত্তাল ও জামায়াত নেতা আরিফুল ইসলাম রাজু প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খাদিজা বেগম জানান, তাৎক্ষনিক ভাবে পৌর টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য,ইতিপুর্বে ২০২২ সালে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম দরপত্র আহ্বান পুর্বক এই টোল আদায় চালু করায় তা বাতিলের জন্য অটো রিক্সাভ্যান চালকরা স্পিকার এর স্মনরনাপন্ন হন। স্পিকারের নির্দেশে ওই টোল আদায় বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম পৌর প্রশাসকের দায়িত্ব নিয়ে দরপত্র আহ্বান পুর্বক টোল আদায় চালু করেন। এর প্রতিবাদে গত মঙ্গলবার ও সর্বশেষ গতকাল বুধবার দুপুরে রংপুর ঢাকা মহাসড়ক বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানায় অটোরিক্সাভ্যান চালকরা। অবস্থ্ াবেগতিক দেখে কর্তৃপক্ষ বাধ্য হয়ে টোল আদায় বন্ধ ঘোষনা করেন।