অটো-সিএনজির ধাক্কায় অটোবাইক দুর্ঘটনায় অবশেষে প্রাণ গেল রাফার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ পিএম
অটো-সিএনজির ধাক্কায় অটোবাইক দুর্ঘটনায় অবশেষে প্রাণ গেল রাফার

চাঁদপুর শহরের বিপনিবাগে সিএনজির ধাক্কায়  অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত তানিশা ইসলাম রাফা (৬) অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন। দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫)বিকেলে শিশু রাফা মারা যায়( ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঘটনাটি ঘটে গত রোববার শহরের বিপনিবাগ বাজার এলাকায়। চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী জিটি রোড সিরাজুল ইসলাম খান বাড়ি থেকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির অটো-সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। রাফাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা যায়নি।

তানিশা ইসলাম রাফা জিটি রোডের অক্সফোর্ড স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তার এই অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। 

রাফার চাচা মোঃ রাজিব খান জানান, তার বাবা মোঃ রাসেল খান কুয়েত প্রবাসী। মেয়ের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের পৌছার জন্য রওনা হয়েছেন। তার বাবা আসলেই তারপর জানাজা অনুষ্ঠিত হবে।

রাফার পরিবার দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে