আইপিএলের ব্যস্ত মৌসুমে ডাক পেলেন শানাকা

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:০১ পিএম
আইপিএলের ব্যস্ত মৌসুমে ডাক পেলেন শানাকা

আইপিএলে গ্লেন ফিলিপস চোটের কারণে ছিটকে পড়ায় তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ২০২৩ সালে একবার গুজরাটের হয়ে আইপিএল খেলেছিলেন শানাকা। এবার তাঁকে নেওয়া হয়েছে ৭৫ লাখ রূপিতে। গেল সপ্তাহে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের ফিলিপস। এরপর মেডিকেল পরীক্ষায় তপর পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তারপর দেশে ফিরে যান গ্লেন ফিলিপস। দাসুন শানাকার আইপিএল ক্যারিয়ার এখনও খুবই ছোট। ২০২৩ সালে তিনি গুজরাটের হয়ে তিনটি ম্যাচ খেললেও রান করেছিলেন মাত্র ২৬ এবং বল হাতে কোনও সুযোগ পাননি। এছাড়াও গুজরাট শিবির আরও একটি ধাক্কা খেয়েছে এর আগেই। ৩ এপ্রিল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কারণে দেশে ফিরে গেছেন। তিনি আবার ফিরবেন কিনা, বা কবে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও স্পষ্টতা নেই। তাঁর পরিবর্তে এখনো কাউকে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এই চোট সমস্যা সত্ত্বেও গুজরাটের পারফরম্যান্স ভালোই চলছে। এখন পর্যন্ত তারা ছয় ম্যাচে চারটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শনিবার ঘরের মাঠে টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW