আদিবাসী নেতাদের শপথ গ্রহণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:২৪ পিএম
আদিবাসী নেতাদের শপথ গ্রহণ

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচিত সভাপতি-সম্পাদক-কোষাধ্যক্ষ সহ মোট ১১ সদস্যের আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার মিখাইল মার্ডীর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।

 এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানা তদন্ত ওসি শহিদুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, জেলা আদিবাসী ফোরামের সভাপতি চিত্তরঞ্জন পাহান।

শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে সকলকে সঙ্গে নিয়ে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালীটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে সাংস্কৃতিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে সকল আমন্ত্রিত অতিথিরা যোগদান করেন।

 এসময় আদিবাসীদের ঐতিহ্যবাহী সানতালী নাচ পরিবেশন করা হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আদী গোষ্ঠীর বিভিন্ন কৃষ্টি-কালচার সংস্কৃতি তুলে ধরা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে