আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের বিছট গ্রামের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
VSO Bangladesh এর স্বেচ্ছাসেবক National Youth Forumও সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ছওয়াব এর অর্থায়নে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় যুব ফোরামের জয়েন্ট সেক্রেটারি ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর অন্যান্য সদস্যবৃন্দ ও বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।