আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫, ০১:১৫ পিএম
আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপ চেয়ারম্যানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করা হয়েছে। আমার দেশ পাঠক মেলার আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় টাউন ক্লাব রোডে এ মানববন্ধন রচিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে অংশগ্রহনকারী বক্তারা বলেন মাহমুদুর রহমান প্রকৃত দেশ প্রেমিক নির্ভিক সাংবাদিক। তিনি তার পত্রিকায় পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের দুর্নীতি, দেশের টাকা লুন্ঠন ও পাচারের তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করছেন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামালের ১ লাখ কোটি টাকা পাচার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমার দেশে খবর প্রকাশিত হওয়ায় মাহমুদুর রহমান ও পত্রিকার কয়েক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। বক্তারা বলেন আওয়ামী স্বৈরাচারের দোসর একটি স্বার্থান্বেষী মহল মাহমুদুর রহমান ও তার পত্রিকার কন্ঠ রোধ করতে ওই ঘৃন্য  কাজ করেছে। মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অবিলম্বে মামলা প্রত্যারের দাবী জানান এবং দেশের অর্থ পাচারকারী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। 

মানববন্ধনে পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, জিয়া নগর উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র মাসুদ সাঈদী, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপি নেতা সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত, আমার দেশ প্রতিনিধি পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, সাংবাদিক খালিদ আবু, জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সজীব, সালাউদ্দিন কুমার তালুকদার প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে