সবুজে মোড়া সোনার দেশ,
বাংলা মায়ের ভালোবেস।
পাখির কলরব গায় গান,
মাটির গন্ধে মেলে প্রাণ।
পদ্মা-মেঘনা যমুনা বয়,
স্মৃতির পাতায় রক্তের ক্ষয়।
একুশে ফেব্রু, মুক্তির রণ,
বীরের রক্তে লেখা পণ।
ধানের শিষে রোদের ছোঁয়া,
বাংলা ভাষায় প্রাণের কুয়া।
নদী-বাঁকের হাসি মুখ,
মানুষ গড়ায় স্বপ্ন সুখ।
শত্রুর তরে ভয় নেই আর,
বাংলা আমার আত্মার ভার।
তুমি আমি, সকল প্রাণ,
বাংলাদেশই একটাই গান।