আরএমপি পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০১:২৬ পিএম
আরএমপি পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি'র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় সালাম গ্রহণের পর তিনি আরএমপি'র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের অবশ্যই শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবনযাপন নিশ্চিত করতে হবে এবং ড্রেস রুলস মেনে চলতে হবে। এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না, যা পুলিশ বাহিনীর সম্মান ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার মতো কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদের সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতে হবে। প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদ। মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে