আশাশুনিতে এমএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৯

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ পিএম
আশাশুনিতে এমএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৯৯

আশাশুনিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার উপজেরার ৫টি এসএসসি, ৪টি দাখিল ও একটি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। 

প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার ৫টি কেন্দ্রে ২২৫৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহনের কথা থাকলেও ৩০ জন অনুপস্থিত ছিল। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৩৩ জনের মধ্যে ৪২৬ জন উপস্থিত ছিল, বুধহাটা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৬৫৫ জনের মধ্যে ৬৪৬ জন, দরগাহপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৮২ জনের মধ্যে ৪৭৯ জন, বড়দল কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৩২৯ জনের মধ্যে ৩২০ জন ও বিছট নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে ৩৫৬ জনের মধ্যে ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ভকেশনাল পরীক্ষায় আশাশুনি কেন্দ্রে ৩৪ জনের মধ্যে ৩২ জন অংশ নেয়। 

দাখিল পরীক্ষা কেন্দ্রের মধ্যে আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৪৪ জনের মধ্যে ৩৩৭ জন, গুনাকরকাটি কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩২৩ জনের মধ্যে ৩০৯ জন, প্রতাপনগর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ২২৬ জনের মধ্যে ১৯৮ জন ও মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ১৭৫ জনের মধ্যে ১৫৭ পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। 

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রটবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষন করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে