আশাশুনিতে জমি জবর দখলকারীদের হুমকী ও মামলায় নাজেহাল একটি পরিবার

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ পিএম
আশাশুনিতে জমি জবর দখলকারীদের হুমকী ও মামলায় নাজেহাল একটি পরিবার

 আশাশুনি উপজেলার খালিয়ায় রেকর্ডীয় জমি জবর দখলকারীদের হুমকী-ধামকী ও মামলার শিকার আলামিন পরিবার নাজেহাল হয়ে পড়েছে। খালিয়া গ্রামের ওয়াদুদ সানার ছেলে অসহায় নিরিহ আলামীন সানা অনেক দুঃখ ও কায়িক কষ্টে অর্জিত অর্থের বিনিময়ে রাউতাড়া মৌজায় ২৫ শতক জমি ক্রয় করেন ২০২২ সালে। একই গ্রামের মৃত এলাহী বকসের ছেলে মোবারক আলী সানার কাছ থেকে তিনি ৭/৪/২২ তাং ১২৯৬ নং কোবালা দলিলের মাধ্যমে জমি রোজিস্ট্রী করে নেন। দাতা জমি ক্রেতাকে জমি বুঝ করে দিলে ক্রেতা দখলে যান। সেখানে বসবাসের ঘর নির্মান করতে গেলে প্রতিপক্ষ জমি বিক্রেতার ভাই জামাল সানা, সালাম সানা ও মুছা সানা স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ডালিমের সহযোগিতায় বাধা দিয়ে জোর করে বের করে দেন। সেই থেকে তারা দখল বঞ্চিত থাকলেও রেকর্ড, নামজারী, মিউটেশন, খাজনা পরিশোধ করে চেক দাখিলা কর্তন করেন। 

আলামিনের স্ত্রী রেশমা খাতুন ও অদুদ সানার স্ত্রী শাহিনা খাতুন জানান, দীর্ঘদিন বঞ্চিত আলামিন পরিবার ৫ আগষ্ট সরকার পরিবর্তন ও চেয়ারম্যান ডালিম এলাকা ছাড়ার পর পুনরায় জমিতে দখল নিয়ে ১৭ শতক জমির মধ্যে ঘর নির্মান করে বসবাস শুরু করেন। তখন প্রতিপক্ষ থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে তারা ঘটনাস্থান পরিদর্শন করে কাগজপত্র দেখে বৈধতা থাকায় তাদের বসবাসের অনুমতি দিয়ে পারিবারিক ভাবে মিমাংসা করতে বলেন। কিন্তু ক্ষমতাধর প্রতিপক্ষ ঘরে থাকতে বাধা না দিলেও ১৭ শতক জমির দখল বা ফসল ভোগের সুযোগ দেয়নি। এমনকি বাকী ৮ শতক জমিও বুঝিয়ে দেয়নি। জমির দখল বঞ্চিত রেখেও ভূমি দস্যুরা সন্তুষ্ট হতে পারেনি, তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে থাকে। যারাই আলামিনদের পক্ষ নিয়ে কথা বলতে চেয়েছে তাদেরকে মামলার আসামীভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে একটি খারিজ হয়েগেছে। মামলায় জর্জরিত পরিবার মামলা, তাদের হুমকী ধামকী ও নানা ষড়যন্ত্রে অতিষ্ট হয়ে পড়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে