আশাশুনি ঢেড়ীখালীতে বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলা ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ঢেড়ীখালী গ্রামের মোস্তফা সরদারের স্ত্রী আনজিরা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহার সুত্রে জানাগেছে, গদাইপুর গ্রামের (বর্তমান ঠিকানা ঢেড়ীখালী) রবিউল সরদারের ছেলে রায়হান, মৃত সোনা সরদারের ছেলে রবিউল ও রবিউলের স্ত্রী নাছিমাদের সাথে বাদী পক্ষের ঘেরবেড়ী ও জায়গাজমি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে অভিযুক্তরা অজ্ঞাতনামাদের সাথে নিয়ে গত ২০ এপ্রিল রাত্র সাড়ে ৮ টার দিকে রড লাঠিশোটা নিয়ে বাদীর বাড়িতে ঢ়ুকে গালিগালাজ করতে থাকে। বাদী ও তার ছেলে আরিফুল মৌখিক বাধা নিষেধ করলে তাদেরকে বেদম মারপিট করে জখম করা হয়, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ও ভাটার নগদ ১০ হাজার ৫০০ টাকা, বাক্সে থাকা নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয়। ঘরের আসবাবপত্র, সোকেস, বাক্স, গ্লাস ভেঙ্গে ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। আহতদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।