আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ পিএম
আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

আশাশুনিতে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস সম্পাদক ড. মোঃ আবুল হাসান। জেলা স্কাউটস এর সহ সভাপতি মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। সভায় স্কাউটস এর প্রতিষ্ঠাতার জীবনী এবং স্কাউটস এর বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কাউট বিষয়ক সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে