আশাশুনিতে বিএনপির ইউনিয়ন সার্স কমিটি গঠন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৩ আসনের দায়িত্বশীল আখতারুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. নুরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদকবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির উভয় গ্রুপের নিকট থেকে ১১ ইউনিয়ন সার্স কমিটি গঠন কল্পে সমপরিমান নামের তালিকা গ্রহন করেন জেলা নেতৃবুন্দ।