আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীদের দল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৫:১৪ পিএম : | আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম
আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীদের দল

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পুনরুজ্জীবিত করতে শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫, যার দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৬ জন বিদেশি বিনিয়োগকারী।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ সফরে বিনিয়োগকারীরা সরেজমিনে অবকাঠামো, শিল্প পরিবেশ, লজিস্টিক সুবিধা, পরিবহন ও জ্বালানি সংযোগসহ কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। সফরের শুরুতে বিএসইজেড কর্তৃপক্ষ অতিথিদের সামনে এই অঞ্চলের বর্তমান বিনিয়োগ চিত্র, ভবিষ্যৎ সম্ভাবনা ও সরকারপ্রদত্ত বিভিন্ন নীতি সহায়তা তুলে ধরেন।

সফরের সময় সুইডেনভিত্তিক কোম্পানি 'নিলর্ন' এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করে। তাদের এ আগ্রহকে স্বাগত জানান উপস্থিত বিনিয়োগ বিশ্লেষক ও কর্মকর্তারা।

বিনিয়োগকারীদের গাইড হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ প্রসঙ্গে বলেন, “আমরা চাই বিদেশি বিনিয়োগকারীরা নিজের চোখে দেখে সিদ্ধান্ত নিক। এই সফর শেষেই হয়তো বিনিয়োগ চুক্তি সই হবে না, তবে তারা একটি শক্তিশালী ইতিবাচক বার্তা নিয়ে ফিরবেন।”

তিনি আরও বলেন, “উনারা হেড অফিসে গিয়ে বলবেন—‘আমি জায়গাটা দেখে এসেছি, এটা বাস্তবেই কাজ করছে।’ এটাই আমাদের উদ্দেশ্য।”

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘স্টার্টআপ কানেক্ট’–এ অংশ নিয়েছেন দেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) উদ্যোক্তা। প্রথম দিনেই ২৫টি দেশের ৭০ জনেরও বেশি বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া সম্মেলনের অংশ হিসেবে সোমবার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন আরেকটি বিদেশি বিনিয়োগকারীদের দল।

জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরতে এ সম্মেলনকে ব্যবহার করছে বাংলাদেশ সরকার। বিডার পক্ষ থেকে বলা হচ্ছে, এই সম্মেলন ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে একটি আস্থা ও বাস্তবতার বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে