ইজারার শর্ত ভঙ্গকারী ইজারাদারের ইজারা বাতিলের দাবী

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:২৬ পিএম
ইজারার শর্ত ভঙ্গকারী ইজারাদারের ইজারা বাতিলের দাবী

আশাশুনি উপজেলার খাজরায় ইজারার শর্ত ভঙ্গ করে হাটবাজার সাবলীজ প্রদানকারীর ইজারা বাতিলের আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ আবেদন করা হয়েছে। 

উপজেলার খাজরা হাট বাজারের ইজারা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গত ২৩ জানুয়ারী ৯২ নং স্মারকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বাদী খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আঃ হাকিম সরদারের ছেলে আঃ হালিমও সিডিউল ক্রয় ও জমা প্রদান করেন। তিনি সর্বোচ্চ দরদাতা না হওয়ায় গদাইপুর গ্রামের মৃত খোদা বক্স মোল্যার ছেলে শাহিনুর ইসলাম মোল্যা সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারা প্রাপ্ত হন। কিন্তু পরবর্তীতে তিনি ইজারার শর্ত ভঙ্গ করে পিরোজপুর গ্রামের নূর ইসলাম গাজীর কাছে ইজারা হস্তান্তর করেন। ১ লক্ষ ২২ হাজার টাকার বিনাময়ে ইজারা হস্তান্তর করে ২০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করে দেয়া হয়। অবৈধ সাব লীজ গ্রহনকারী নূর ইসলাম ইতিমধ্যে হাটের দায়িত্ব গ্রহন করেছেন এবং খাজনা আদায় শুরু করেছেন। 

বাদী আব্দুল হালিম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনে ইজারা বিজ্ঞপ্তির ৯ নং শর্ত ভঙ্গ করে সাবলীজ প্রদানকারী ইজারা গ্রহিতা শাহিনুর ইসলাম মোল্যার ইজারা বাতিলের জোর দাবী জানিয়েছেন। সাথে সাথে খাজরা হাটবাজার পুনরায় ইজারা ডাকের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।  


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে