পিরোজপুরের ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে । সোমবার সকালে ইন্দুরকানী থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, সার্কেল মঠবাড়ীয়া থানা। অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী,উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার,জামায়াতের আমির মাওলানা আলী হোসেন,বিএনপির যুগ্ম আহবায়ক মাস্তান হাফিজ,ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ জলিল হাওলাদার,ছাত্রদলের আহবায়ক মোঃ আল-আমিন হোসেন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা প্রমুখ । সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সুশিল সমাজ,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ স্থানীয় জনসাধান স্বতস্ফতভাবে অংশগ্রহণ করেন । সভায় বক্তরা মাদক চুরি রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন অপরাধমুলক বিষয় নিয়ে বিস্তার আলোচনা করেন।