আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইন্দুরকানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। গুমের শিকার ছাত্রদল নেতাকর্মীসহ সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছাত্রদল নেতাকর্মীদের ওপর যথাযথ বিচারের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার ১০ই ডিসেম্বর সকাল ১১টায় জিয়ানগর সরকারি কলেজ, পত্তাশী জনকল্যাণ কলেজ এবং চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক বরকত উল্লাহ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আল-আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা গুম, খুন এবং নিপীড়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।