পিরোজপুরের ইন্দুরকানীতে এস এস সি ভোকেশনাল পরিক্ষার কেন্দ্রের হল সচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ কামরুল আহসান (ইব্রাহিম)। মোহাম্মাদ কামরুল আহসান (ইব্রাহিম) ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, প্রথমে জেনারেল শাখায় তাকে হল সচিব করার প্রস্তাব দেওয়া হলে তিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোষর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় শিক্ষকদের বিরোধিতায় তাকে আর হল সচিবের দায়িত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়ের সহযোগিতায় তাকে ভোকেশনাল শাখায় হল সচিবের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অশোক রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, হল সচিব বানানোর বিষয়ে আমার কোনো হাত নেই।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী জানান, সে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এই বিষয়ে আমার জানা ছিলো না। জানা থাকলে তাকে বাদ দিয়ে দিতাম।