ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:২৭ পিএম
ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছন স্থানীয় প্রশাসন। জানা যায় । ১৫ (এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ৩ জন শিক্ষক দায়িত্ব অবহেলার করে আসছিলেন। ওর নিয়ম ও দায়িত্ব অবহেলার কারণে ওই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 

অব্যাহতি প্রাপ্ত  শিক্ষকগণ হলেন, কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম ও একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।

জানা যায়, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়  এবার উপজেলায় মাধ্যমিকে ২হাজার ৭শ ৭৪জন, দাখিল ৯শ ৫জন, ভোকেশনালে ৫শ ৪৮ জনসহ মোট ৪হাজার ২শ২৭জন পরিক্ষার্থী  ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন। তার ধারাবাহিকতায় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম তিনি উপজেলার বেলগাছা কেন্দ্রীয় উপস্থিত হয়ে দেখতে পান ওই তিন শিক্ষক পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালনে দায়িত্ব অবহেলা করছেন। এ কারণে দায়িত্ব অবহেলার অভিযোগে ঐতিহীন শিক্ষককে তিনি অব্যহতি দিয়েছেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন চলতি বছরের জন্য তাদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে