ঈদের ছুটিতে সেবা দিয়েছে ধামইরহাট পরিবার পরিকল্পনা দপ্তর

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৫:০৮ পিএম
ঈদের ছুটিতে সেবা দিয়েছে ধামইরহাট পরিবার পরিকল্পনা দপ্তর

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর এই উৎসবকে ঘিরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ছুটি থাকলেও, ব্যতিক্রম দেখা গেছে নওগাঁর ধামইরহাটে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর ঈদের ছুটির মধ্যেও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে গেছেন তারা, যা জনসাধারণের মাঝে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্যই জানিয়েছেন স্থানীয়রা।

ঈদুল ফিতর মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত নিজ নিজ গ্রামে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে থাকেন। কিন্তু ধামইরহাট উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ না করে নিজেরা দায়িত্ব পালনে নিয়োজিত থেকেছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম ও সহকারী পরিচালক শামিমা আক্তারের সরাসরি তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রগুলো চালু রাখা হয়েছিল।

ধামইরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, ‘২৮ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া ঈদের সরকারি ছুটির সময়েও আমরা গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসব-পরবর্তী সেবা, নবজাতক ও কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সকল নিয়মিত সেবা চালু রেখেছিলাম। আমাদের মেডিক্যাল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও অন্যান্য স্টাফদের স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।’

এক সেবা গ্রহীতা আফরুজা বেগম বলেন, “ঈদের ছুটির দিনেও যখন আমি গর্ভবতী আত্মীয়কে নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, তখন এই সেবা পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। সেবাদানকারীদের আন্তরিকতা ও উপস্থিতি দেখে আমি অভিভূত। আমরা কৃতজ্ঞতা জানাই পরিবার পরিকল্পনা দপ্তরের প্রতি।’

এই ধারাবাহিক কার্যক্রমের ফলে ধামইরহাটে গর্ভবতী নারী, নবজাতক, কিশোর-কিশোরীসহ সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে, যা জনসেবার উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে