রংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকায় প্রজাপাড়া গ্রামে পাল পাড়া টালি মেশিন সমবায় সমিতির পৃথক ২ টি সাইন বোর্ড টানানো নিয়ে পাল সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে কোন মুহুর্তে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। বিষয়টি অবগত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃক্ষের কাছে পালপাড়া গ্রামের ১৬ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রজাপাড়া পালপাড়া টালি মেশিন মৃৎশিল্প সমবায় সমিতি লিঃ এর সভাপতি পুলিন চন্দ্র পাল গত ৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া অভিযোগে উল্লেখ করেন- ওই সমিতি বিগত ২০১৯ সালের ২৩ জুলাই -০০৬ নং নিবন্ধন ভুক্ত হয়ে বিধি অনুয়ায়ী পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি একটি মহল নিজেদের সমিতিভুক্ত দাবি করে নিবন্ধনকৃত সমিতিটি নিজেদের দখলে নিতে সমিতিরি কার্যালয়ের পাশেই “প্রজাপাড়া পালপাড়া টালি মেশিন সমবায় সমিতি”র নামে একটি সাইন বোর্ড ঝুলে দিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় পাল সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়,একটি নিবন্ধিত সমিতির পাশে সমিতিভুক্ত না হয়ে কিভাবে সমিতির নাম ব্যবহার করে ? যা সমবায় আইনের পরিপন্থি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবি জানানো হয় ওই অভিযোগ। উপজেলী নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ও পীরগঞ্জ থানার ওসি এম এ সালাম বলেন-অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।