এসএসসি পরীক্ষার প্রথমদিনে বরিশালে ১০৩৩ জন অনুপস্থিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:১৫ পিএম
এসএসসি পরীক্ষার প্রথমদিনে বরিশালে ১০৩৩ জন অনুপস্থিত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ১০৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে গৌরনদীর বার্থী কেন্দ্রের দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রথমদিনে বরিশাল জেলায় ২৫৪, ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১ ও ঝালকাঠিতে ৯১ জন অনুপস্থিত ছিলেন। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশগ্রহণ করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে