ঐক্যের রঙে রাঙানো বৈশাখ: ষড়যন্ত্রের আশঙ্কা, প্রস্তুত আয়োজকরা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ পিএম
ঐক্যের রঙে রাঙানো বৈশাখ: ষড়যন্ত্রের আশঙ্কা, প্রস্তুত আয়োজকরা

পহেলা বৈশাখকে সামনে রেখে বিভ্রান্তিমূলক প্রচারণা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক আয়োজকরা জানিয়েছেন, কোনো অপপ্রচারে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী র‌্যালির মহিমা খর্ব হবে না। শনিবার (১২ এপ্রিল) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন নববর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, “নববর্ষ মানেই প্রাণের উৎসব, বহুত্ববাদ ও সংস্কৃতির মিলনমেলা। এই র‌্যালিকে ঘিরে যারা বিভাজনের বীজ বুনতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না।”

তিনি জানান, এবারের বর্ষবরণ র‌্যালিতে ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এটি দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির শক্ত উদাহরণ। এই অংশগ্রহণই হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের একটি শক্ত বার্তা।

ফারুকী আরও বলেন, “যারা এই উৎসবের বিরুদ্ধে নাশকতার ছক কষছে, তারা একতা ও সম্প্রীতির পরিবেশে আঘাত হানতে চায়। কিন্তু আমাদের প্রস্তুতি ও জনসম্পৃক্ততার মাধ্যমেই তাদের অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।”

তিনি জানান, শান্তিপূর্ণ ও নিরাপদ র‌্যালি নিশ্চিত করতে আয়োজকরা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে