কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সি ট্রাক চলাচল শুরু

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ পিএম
কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সি ট্রাক চলাচল শুরু

কক্সবাজার মহেশখালী নৌপথে  প্রথমবারের মতো পরিক্ষামূলক সি ট্রাক চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়।সি ট্রাক আসার খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ৮ কিমি সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিলো দীর্ঘকালের। পরে ৫আগস্টের পর ছাত্র জনতার দাবিতে এই সি ট্রাক চালু করা হয়েছে। সাথে যুক্ত হয়েছে পন্টুন।

বিআইডব্লিউটিএ এর পরিচালক  এ, কে, এম আরিফ উদ্দিন বলেন,আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরিক্ষামূলক সি ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) যুগ্ম সদস্য সচিব  এসএম সুজা উদ্দিন বলেন,আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।  এদিকে সকাল থেকে জেটিঘাটে ছাত্র জনতার সাথে উপস্থিত ছিলেন 

মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে