কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য। রোববার দুপুর ৩টার দিকে রাজধানী ঢাকার ধানমণ্ডি থেকে তাকে গ্রেফতারের খবর গণমাধ্যমেকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ জানায়, জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।
৫ আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন জাফর আলম। তার নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়ায় লোকমুখে গুঞ্জন ছিলো- ‘জাফর মালয়েশিয়া পালিয়ে গেছেন। জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাসহ কাঠের নৌকায় সাগর পথে মালয়শিয়া গমনের এই গুঞ্জন বেশ চাউর ছিলো।
তার একমাত্র সন্তান তানভীর সিদ্দিক তুহিন মালয়েশিয়ায় থাকেন বলে অসমর্থিত বিভিন্ন সূত্রে প্রকাশ রয়েছে। এতোদিন গুঞ্জন ছিলো ছেলের সাথেই হয়তো জাফর রয়েছেন। তার সন্তানও ফেইসবুকে পিতার গ্রেফতারের খবর প্রকাশ করেছেন।