কমলগঞ্জ থানায় দিলেন কৃষক একপাল মহিষ

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০৭:৫৮ পিএম
কমলগঞ্জ থানায় দিলেন কৃষক একপাল মহিষ

মৌলভীবাজারের কমলগঞ্জে ফসলি জমির ধানগাছ খাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় একটি দুটি নয় একপাল মহিষ নিয়ে হাজির হয়েছেন এক কৃষক। এমন ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। 

জানা যায়, বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এক কৃষকের ধানক্ষেতে একপাল মহিষ ঢ়ুকে ধান খেয়ে ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষক মহিষগুলো ধরে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি আপোষর মাধ্যমে সমাধান করে  মালিকের কাছে মহিষ হস্তান্তর গুলো হস্তান্তর করেন। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিনজি বলেন, শুনেছি একজন কৃষক ক্ষুব্ধ হয়ে থানায় মহিষের পাল নিয়ে এসেছেন। পরবর্তীতে আপোসের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে