কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও মিছিল

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ০৩:১০ পিএম
কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামকে অপসারন করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় সাধরান মানুষ। বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে শাতাধিক মানুষ ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. রবিউল  আউয়াল অন্তর ও সদস্য মো. বনি আমিন সিফাত।

বক্তারা ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে কলাপাড়া কেন্দ্রীয় মসজিদের টাকা আত্মসাতসহ কয়েক কোটি টাকা চাঁদাবাজি ও সরকারি টাকা আত্মসাতের অভিযোগ এনে তাকে অপসরন করে বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া ইউএনও রবিউল ইসলাম ঠিকমত অফিস না করারও অভিযোগ করেন স্থানীয়া। ইউএনও রবিউল ইসলামের দূর্নীতির বিষয়ে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। এরপর সমাবেশে অংশগ্রণকারীরা একটি মিছিল বের করে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে