জামালপুরের মেলান্দহ থেকে ধানমন্ডির কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধু গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ এপ্রিল ভোর ৪টার দিকে সাধুপুর গ্রামস্থ পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেপ্তার শেষে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়। তিনি বাংলাদেশ বেতারের দেশ আমার মাটি আমার সোনালী ফসল অনুষ্ঠানের পরিচালক ছিলেন।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-গত ২৮ অক্টোবর মালঞ্চ এলাকায় কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানকে মারধরসহ চাঁদাবাজির ঘটনায় তার ছোট ভাই মনোয়ার হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।