কাউখালীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৩:০৭ পিএম
কাউখালীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পিরোজপুরের কাউখালীতে উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা এগারোটায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সজল হোসেন ইমরান, সদস্য সচিব ফয়সাল ইমতিয়াজ শোভন মীর প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।

ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। এছাড়া কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কালো পতাকা বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে