পিরোজপুরের কাউখালীতে ২ হাজার দুইশত কৃষকদের হা বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
বৃহস্পতিবার ১০ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২ হাজার দুইশত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা মধ্যে রয়েছে ধানের বীজ ও রাসায়নিক সার।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।