বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আসর কান চলচ্চিত্র উৎসব প্রতিবারই আয়োজন করে নতুন চমক নিয়ে। এবার তার ব্যতিক্রম হয়নি। ২০২৪ সালের ৭৮তম আসরের জন্য প্রথমবারের মতো ‘ডুয়েট অফিসিয়াল পোস্টার’ প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ—যা হয়ে উঠেছে ইতিহাসের পাতায় এক নতুন সংযোজন।
এই জোড়া পোস্টারে উঠে এসেছে কালজয়ী প্রেম, ক্লাসিক সিনেমা ও চিরস্মরণীয় আলিঙ্গনের প্রতিচ্ছবি। পোস্টারের উভয়টিতেই ফুটে উঠেছে ক্লদ লোলুশ পরিচালিত ১৯৬৬ সালের বিখ্যাত ফরাসি ছবি ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’-এর এক দৃশ্য। যেখানে মূল চরিত্রে অভিনয় করা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ দেখা গেছেন মেঘাচ্ছন্ন আকাশের নিচে, এক নির্জন সৈকতে আবেগঘন আলিঙ্গনে।
উৎসব কর্তৃপক্ষ এই দুটো পোস্টারকে শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত দুই কিংবদন্তি ফরাসি শিল্পী আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি। তাদের অভিনীত সেই প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন দৃশ্যটিকে কানের অফিসিয়াল ভাষ্য মতে, "সেলুলয়েড ইতিহাসে সবচেয়ে স্মরণীয় আলিঙ্গন" হিসেবে গণ্য করা হয়। উৎসবের ওয়েবসাইটে বলা হয়েছে—"তারা আমাদের জীবনের চলচ্চিত্রকে চিরকাল আলোকিত করে যাবেন, ঠিক এই দুটি পোস্টারের মতো।"
গ্রাফিক ডিজাইনের কাজ করেছে প্যারিস-ভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা। ছবিটি প্রযোজনা করেছিল লে ফিল্মস থার্টিন। ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ১৯৬৬ সালে কানে স্বর্ণপাম জেতে এবং ১৯৬৭ সালে দুটি অস্কারসহ বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করে।
এবারের কানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—প্রধান বিচারকের আসনে বসছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। তিনি হলিউডের ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত বছর এই দায়িত্ব পালন করেছিলেন। কানের ইতিহাসে এটি দ্বিতীয়বার, যখন এক নারী বিচারক আরেক নারী বিচারকের স্থলাভিষিক্ত হলেন। ১৯৬৫ সালে অলিভিয়া ডি হ্যাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে সোফিয়া লরেন বিচারকদের প্রধান ছিলেন। এবার প্রায় ছয় দশক পর আবার সেই ঐতিহাসিক ধারা পুনরাবৃত্তি হলো।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৩ মে, চলবে ২৪ মে পর্যন্ত। ভেন্যু সেই চিরচেনা ফ্রান্সের দক্ষিণ উপকূলে, ভূমধ্যসাগরের তীরে। এবার শুধু সিনেমারই নয়, পোস্টারের মাধ্যমেও অতীতের প্রতি এক অনন্য শ্রদ্ধা নিবেদনের সাক্ষী থাকবে বিশ্ব।