কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ পিএম
কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শিবলু মোড়ল নামে এক ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করেছেন। ২৬ এপ্রিল শনিবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন নিজ অফিসে আদালত বসিয়ে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অফিস সূত্র জানায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের শালদৈ গ্রামের শিবলু মোড়ল (৩৭) নামে এক ব্যক্তি ভ্যেকু দিয়ে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তাকে আটক করেন। সে ওই গ্রামের মোঃ মাইন উদ্দিন মোড়লের পুত্র। তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ৬(ঙ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে