কালিয়ায় পৃথক দু’টি হত্যা মামলার ১৮ জনকে গ্রেফতার

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ পিএম : | আপডেট: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ পিএম
কালিয়ায় পৃথক দু’টি হত্যা মামলার ১৮ জনকে গ্রেফতার

নড়াইলের কালিয়ায় হাসিম হত্যা মামলার এজাহারভুক্ত ১৬জন আসামী ও এক গৃহবধুকে হত্যা মামলার দুইজন আসামীসহ ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। কালিয়া থানা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষে কাদের মোল্লার ছেলে হাসিম মোল্যা নিহত হয়। র‌্যাব-৩, র‌্যাব-৬ ও র‌্যাব-১০ অভিযান চালিযে  হাসিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামীদের মধ্যে ১৬ জন আসামিকে গোপালগঞ্জ ও ঢাকা থেকে গ্রেফতার করে কালিয়া থানায় সোপর্দ করে। গ্রেফ্তারকৃতরা হলেন সিলিমপুর গ্রামের মোঃ নুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪৫), সাব্বির মোল্যা (২৩), ইমরুল মোল্যা (৩৫), হিসাম শেখ (৩৪), ইয়াসিন শেখ (২৮), রাজা শেখ (৫২), রাজুল শেখ (৩৫), রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (২৭), মফিজুর মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), ইয়াসিন মোল্যা (৩০), রেজা মোল্যা (৩০), আজাদ মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪) ও লাকটু মোল্যা (৪০)।

এছাড়া কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে আটক করেছেন কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর তালুকদার।

কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম গ্রেফতারের বিয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে