নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জে বর্ষবরণ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন শহরে বর্ণাঢ্য বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীন খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৮ টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের চত্বর থেকে বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান রঙে সাজিয়ে গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী,ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতিক নিয়ে মানুষ অংশ নেয়। বর্ণাঢ্য ওই র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম,পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা,বিএনপির সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মুর্শিদাজামান বেল্টু, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
এদিকে উপজেলা বিএনপির দু’টি পক্ষের আয়োজনে পৃথক ভাবে শহরে র্যালি বের করা হয়। শহরের থানা রোডে দলীয় কার্ষালয়ে সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে নেতাকর্মীরা এবং ফয়লা রোডে হামিদুল ইসলাম হামিদ পক্ষের নেতাকর্মীরা বর্ষবরনের পান্তা উৎসব সহ আলোচনা সভা করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও পৃথক পৃথক ভাবে দিনব্যাপী নানা উৎসবের আয়োজন করে।