কালীগঞ্জে পার্থেনিয়াম গাছে বিষাক্ত ফুল,সতর্ক করল কৃষি বিভাগ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:২৪ পিএম
কালীগঞ্জে পার্থেনিয়াম গাছে বিষাক্ত ফুল,সতর্ক করল কৃষি বিভাগ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার দুপাশে বিষাক্ত প্যাথেনিয়াম গাছে ফুল এসেছে। আপাত দৃষ্টিতে অযত্নে বেড়ে ওঠা সাধারণ উদ্ভিদ মনে হলেও গাছটির চোখ জুড়ানো ফুল গুলোতে লুকিয়ে আছে মারাত্মক বিষ ‘পার্থেনিন। এই বিষাক্ত পদার্থ মানুষ ও পশু পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিশেষজ্ঞরা বলছেন,এই মায়াবি ফুলের রেণু বা বীজ নিঃশ্বাসের সঙ্গে নাকে প্রবেশ করলে হাঁপানি,জ্বর,শ্বাসকষ্টসহ একাধিক রোগ হতে পারে। যাদের শরীরে অ্যালার্জি রয়েছে তাদের ত্বকে এই গাছের রস লাগলে ক্যানসার পর্যন্ত হওয়ায় ঝুঁকি থাকে। শুধু তাই নয় গরু, ছাগলসহ অন্যান্য পশু এই গাছ খেলে তাদের মুখে ও যকৃতে পচনসহ নানা রোগের সৃষ্টি হতে পারে।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান,প্যাথেনিয়ামের পুষ্পরেণু বেগুন,টমেটো,মরিচের মতো গুরুত্বপূর্ণ সবজির উৎপাদন ব্যাহত করে।এ ছাড়া এই গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের স্বাভাবিক প্রক্রিয়াকে ও বাধাগ্রস্থ করে, যা মাটির উর্বরতার জন্য অপরিহার্য।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি বলেন, এই বিষাক্ত প্যাথেনিয়ামের ভয়াবহতাা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছে কৃষি বিভাগ। মাঠ পপর্যায়ে প্রচারনা চালানো হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন,এই ক্ষতিকর উদ্ভিদ সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং তা নির্মূল করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো জরুরি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে