কালীগঞ্জে বিরতুল যুব সমাজের উদ্যোগে বৈশাখী মেলা ও কনসার্ট

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০৭ পিএম
কালীগঞ্জে বিরতুল যুব সমাজের উদ্যোগে বৈশাখী মেলা ও কনসার্ট

গাজীপুরের কালীগঞ্জে বিরতুল যুব সমাজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম মাসুম, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সম্রাট মিয়া ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুবেল মোল্লা এর আয়োজনে বিরতুল বিপিএল মাঠে উৎসব মুখর পরিবেশে বাংলার ঐতিহ্য হরেক রকম জিনিসপত্র নিয়ে মেলায় দোকান বসান ব্যবসায়ীরা। মেলায় নানা শ্রেণি পেশার নারী-পুরুষ, শিশু-কিশোর মেলায় আসেন তাদের চাহিদা ও প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। দুপুরে এলাকার শিশু-কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট ও বোম বাসস্টিন খেলায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি।

সন্ধ্যায় দেশের সেরা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হান্নান মোল্লা। ‘টিকাটুলি মোড়ে একটা হল রয়েছে’ জনপ্রিয় এই গানের শিল্পী মতিন চৌধুরী গান গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন। তার একাধিক জনপ্রিয় গাওয়া গানে নেচে গেয়েছেন গানপ্রিয় ভক্তরা। এছাড়াও গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান এর সেরা শিল্পী নীলা। বিটিভির শিল্পী রাসেদ। অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষকতায় ছিলেন নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজী মো. আব্দুল বারেক মোল্লা ও পৃষ্টপোষকতায় ছিলেন লন্ডন প্রবাসি ডা. হাফিজুর রহমান হিমেল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. নুর সালাম মোল্লা, নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন নাসিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতিন শেখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে