ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক হোসাইন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী হোসাইন ৫ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে মঙ্গলবার বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের ৭/৮ জন বিকালে বসে গাজা সেবন করছিল। সে সময় বাদি ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনে বাধা দেয় ও মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও ধারন করতে গেলে মাদক সেবীরা তার উপর চড়াও হয়। এ ঘটনার জেরে ১৭ এপ্রিল বিবাদীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদির উপর ধারালো দা ও লোহার রড দিয়ে কুপিয়ে জখম করে। সে সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।