কালীগঞ্জে ১ ইজিবাইকসহ ২ চোর আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০৯ পিএম
কালীগঞ্জে ১ ইজিবাইকসহ ২ চোর আটক

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযানে নড়াইল জেলা থেকে ইজিবাইকসহ চোর চক্রের ০২ জন সদস্যকে আটক করা করেছে। কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ এর নেতৃত্বে ১৯ এপ্রিল সকাল ১১.৩০ মিনিটে উক্ত জেলায় অভিযান পরিচানা করে  করা হয়। সেসময় দেবেন্দ্রনাথ আধিকারীর দায়ের করা মামলায় পিরোজপুর জেলার নজিরপুর থানার মধ্যরাম নগর গ্রমের মৃত মালেক শেখ এর ছেলে রুমাস শেখ (২৯) এবং যশোর জেলার বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের জুয়েল উদ্দিন শেখ এর ছেলে সুজন উদ্দিন (২৭) কে একটি ইজিবাইক সহ আটক করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, আমরা আমাদের সোর্স এর মাধ্যমে খবর পেয়ে নড়াইল পৌরসভা থেকে ইজিবাইক চোর চক্রের দুইজনকে ইজিবাইক সহ ধরেছি। চুরি, ছিনতাই রোধে আমাদের অভিযান চলমান রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে